বরিশালে ১৬টি অবৈধ দোকান উচ্ছেদ


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ আগস্ট ২০১৫

বরিশাল নগরীর হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জানান, চৌমাথার ওই অংশে সড়কের পাশের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিলো ১৬ জন ব্যবসায়ী। এতে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ অভিযানে সহায়তা করে।

সাইফ আমীন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।