ইবি`র অডিট আপত্তি : সংসদীয় কমিটির ক্ষোভ
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর ৯৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৩৪৯ টাকার অডিট আপত্তির প্রমাণ পেয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১৯৭৮ থেকে ২০১৩-১৪ পর্যন্ত মোট অডিট আপত্তির সংখ্যা ৬১৯টি, নিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ১৩২টি এবং অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা ৪৮৭টি। দীর্ঘ দিনেও অডিটগুলো নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৭তম বৈঠক এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা পুরণ এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিয়মনীতি পালন এবং ভবিষ্যতে যাতে অডিট আপত্তি না হয় সে বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অডিট আপত্তিসমূহ দ্বি-পাক্ষিক এবং প্রয়োজনে ত্রিপাক্ষিক পর্যায়ে বৈঠক করে অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি শওকত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তারসহ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/আরএস/আরআইপি