জেমিনি শপিং সেন্টারকে লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ বিদেশি নকল পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখার দায়ে রাজধানীর বনানীর জেমিনি শপিং সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোবাবর বনানীতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
শাহীন আরা মমতাজ বলেন, জেমিনি শপিং সেন্টার অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি পণ্য সামগ্রী বিক্রি করছে। এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণর তারিখ লেখা নেই। এছাড়া বিদেশি পণ্যের আমদানিকারকের নাম বা স্টিকার ছিল না। এটি আসলে বিদেশি পণ্য নাকি দেশের তৈরি নকল পণ্য তার কোনো নিশ্চয়তা নেই।
এসব পণ্যে ইচ্ছামত মূল্য লিখে বিক্রি করছে। এতে করে একদিকে ভোক্তাদের ঠোকাচ্ছে অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী, জেমিনি শপিং সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদের দ্বিগুণ জরিমানা করা হবে।
এসআই/জেএইচ