গুলিবিদ্ধ শিশু : আসামিদের জেল হাজতে প্রেরণ


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেন এবং বাপ্পি ও সাগরকে মঙ্গলবার দুপুরে মাগুরা আদালতে আনা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফারহা মামুন সি ডব্লিউএ মাগুরা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী অফিসার মাগুরা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক প্রধান আসামী সুমন সেনকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আগামী রোববার (৯ জুলাই) রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ পরিচয়দানকারী কামরুল ভুঁইয়া ও ঠিকাদার আজিবর, স্কুলের পিয়ন মোহম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে কামরুল ভূঁইয়ার ৭ মাসের অন্তঃসত্ত্বা ভাবী ও পেটের বাচ্চা গুলিবিদ্ধ হয়। এ সময় কামরুল ভূঁইয়ার চাচা মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

মো. আরাফাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।