‘জঙ্গিদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করছি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, ০১ জুলাই ২০১৮

জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানে আমরা আইনি ও রাজনৈতিক মোকাবেলা করছি।’

রোববার রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষ উপলক্ষে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হলি আর্টিসানে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেয়া হচ্ছে। এ হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করে যাচ্ছি।’

হলি আর্টিসান হামলার পুনরাবৃত্তির আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তবে আমরা সতর্ক আছি। তলে তলে জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’

বাংলাদেশে এখন কতটুক নিরাপদ এমন প্রশ্নের উত্তরে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘হলি আর্টিসানের পর তেমন বড় কোনো হামলা ঘটেনি। কিন্তু ইউএসের মতো দেশেও জঙ্গি হামলা হয়। সেই তুলনায় আমরা ভাল আছি। তারা দুর্বল হলেও কিন্তু নির্মূল হয়নি, কখন যে সক্রিয় হয়ে যায় তা বলা যাবে না।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদের সমস্যা মোকাবেলা করতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা সক্ষম। আমরা সতর্কতার সঙ্গে নিরাপদ আছি।’

জঙ্গিবাদ নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে কি না- জানতে চাইলে কাদের বলেন, ‘তাদের নিজেদের দেশেই তো জঙ্গি হামলা হয়। তাদের নিজেদেরই ইমেজ সঙ্কট রয়েছে। তাদের থেকে আমরা ভাল আছি।’

এইউএ/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।