দিনাজপুরে পুলিশ হেফাজতে আসামি ছিনতাই : এএসআই আহত


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৪ আগস্ট ২০১৫

দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা মামলার আসামি ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা করেছে স্থানীয় জামায়াত শিবিরের নেতা কর্মীরা। এতে আহত হয়েছেন চিরিরবন্দর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরথপুর ইউনিয়নের রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি জামাল উদ্দিন (২৭) কে ধরতে এএসআই আব্দুর রহমান রানীপুর গ্রামে যায়। এ সময় জামালকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে রানীরবন্দর সাংগঠনিক শাখার সাবেক শিবির সভাপতি আসাদুল্ল্যাহর নেতৃত্বে ১০/১৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী এএসআই আব্দুর রহমানের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা এএসআই আব্দুর রহমানকে আহত করে জামালউদ্দিনকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এএসআই আব্দুর রহমানকে উদ্ধার করে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এএসআই আব্দুর রহমান ভাল আছেন।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।