সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো ইসলামী ব্যাংক


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৪ আগস্ট ২০১৫

ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক। ক্ষতির মুখে পড়া প্রায় ৬`শ এর বেশি বিধ্বস্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে ইসলামী ব্যাংক টেকনাফ শাখা। এ সময় ঝড়ো বাতাসে গাছচাপায় নিহত মো. ইসলামের পরিবারকে নগদ ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্গত পরিবারে ত্রিপল ও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা রফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার (অপারেশন) মফিজুর রহমান, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সেন্টমার্টিন অধিবাসী ও অনলাইন ওয়েব পোর্টাল কক্সবাজার আলো’র সম্পাদক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সেন্টমার্টিন হোসাইন জুহুরা ফাউন্ডেশনের সভাপতি এমএ রহিম জিহাদীসহ আরো অনেকে।

ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ম্যানেজার (অপারেশন) মুফিজুর রহমান বলেন, প্রথম দিনে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে আঘাত হানা ৬ শতাধিক দুর্গত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।