৫০০ কোটি রুপিতে নতুন রেকর্ড বাহুবলির


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৪ আগস্ট ২০১৫

মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড করেই চলেছে এসএস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলি’। এবার নতুন রেকর্ড হলো ভারতীয় আঞ্চলিক ছবি হিসেবে প্রথমবারের মতো ৫০০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

শুধু তাই নয়, এরইমধ্যে ৫০০ কোটি ছাড়িয়েও গেছে বাহুবলি। জুলাইয়ের ১০ তারিখ মুক্তি পাওয়ার পর তিন সপ্তাহে এই আয় করল চলচ্চিত্রটি।
 
আইবিএন লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম ভারতে হিন্দি ভাষার নির্মিত নয় এমন চলচ্চিত্র ৫০০ কোটি রুপি আয় করল। এছাড়া বলিউডের ছবি ‘ধুম ৩’ ‘চেন্নাই এক্সেপ্রেস’ ও ‘পিকে’ ছবি ৫০০ কোটির ঘরে নাম লিখিয়েছিল। এবার সেই ঘরে পৌঁছালো বাহুবলিও। অবশ্য সম্প্রতি সালমান খানের বজরঙ্গী ভাইজানের আয়ও ৫০০ কোটি রুপি।
 
বিশ্বজুড়ে চার হাজার পর্দায় তেলেগু, তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় মুক্তি দেয়া হয়েছে বাহুবলি। এখানে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি, রম্য কৃষ্ণা, আনুশকা শেঠি ও তামান্না। ছবিটির দ্বিতীয় অংশ ২০১৬ সালে মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি ও আইবিএন লাইভ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।