জীবননগরে ফেনসিডিল ও মদ জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে ৩৯৩ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নির্দেশে নিমতলা ক্যাম্পের নায়েক হাজী আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে।
একই সময়ে, রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার গিয়াস উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর সীমান্ত থেকে ৫৭ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে, রাত ১২টার দিকে কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ টহল দেওয়ার সময় কুসুমপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় উন্নতমানের মদ জব্দ করে।
সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস