ভিসা প্রক্রিয়া শুরু : প্রথমদিন ১০০ হজযাত্রীকে ভিসা প্রদান
চলতি বছরের পবিত্র হজ পালনে গমনেচ্ছু হজযাত্রীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) প্রথমদিন পরীক্ষামূলকভাবে সরকারি ব্যবস্থপনার একশজন হজযাত্রীর পাসপোর্টে ভিসা দেয় সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১ জুলাই থেকে বেসরকারি হজযাত্রীদের ভিসা প্রদানের জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে। ভিসা প্রদানের জন্য প্রতিদিন ১০ হাজার পাসপোর্ট গ্রহণ করা হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিচালক (হজ) এবং আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও হজ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌদি দূতাবাসের কর্মকর্তাদের ভিসাসংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় ভিসাসহ সার্বিক হজ কার্যক্রম সম্পর্কে গুরত্বপূর্ণ আলোচনা হয়।
আগামী ২১ আগস্ট চলতি বছরের পবিত্র হজ পালনের কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং ৫২৮টি এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার হজযাত্রী হজে অংশগ্রহণ করবেন।
ইতোমধ্যেই ই-হজ পদ্ধতিতে ৫০ হাজারেরও বেশি পাসপোর্ট এনরোলমেন্ট হয়েছে। আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।
এমআই/বিএ