বুধবার মিয়ানমার থেকে ফিরছেন ১৫৯ জন


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি নাগরিককে বুধবার বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। মিয়ানমার সিমান্ত থেকে সমুদ্রপথে তাদের বাংলাদশে আনা হবে।

সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের পর তাদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করে সেদেশের সরকার। এরই ফলশ্রুতিতে গত ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় ৩৪৭ জনকে  দেশে ফেরত আনা হয়।

চতুর্থ দফায় গত ৩০ জুলাই বৃহস্পতিবার এই ১৫৯ জনকে ফিরিয়ে আনার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ৫ আগস্ট বুধবার ফেরত আনার দিন ধার্য করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে সকল আনুষ্ঠানিকতা শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এনিয়ে ৪ দফায় ৫০৬ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হচ্ছে।

এবছর মিয়ানমারের জলসীমার সাগরে ভাসমান অবস্থায় ৯৩৫ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।