১৫ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৪ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ১৫ মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে উখিয়ার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্তবর্তী তুমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি জোয়ানরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।