আবারো বাংলাদেশে স্টুয়ার্ট ল
অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে ১৬ সপ্তাহের দায়িত্ব নিয়ে আবারো বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। ২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত যুব দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বলেন, ল’র স্থানীয় জ্ঞান ও যুব দলে তার অভিজ্ঞতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সাহায্য করবে বলেই বিশ্বকাপ প্রস্তুতিতে সাহায্যের জন্য তাকে আনা।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০১১ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন ল। যদিও ১০ মাস পরেই পদত্যাগ করেন তিনি। তার অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল টাইগাররা।
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের হাই-পারফরমেন্স কোচ হিসেবে কাজ করেছেন। পরে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন এরপর। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ক্লাব কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের কোচের দায়িত্ব নেন তিনি।
এমআর