আনোয়ার ও রিজভীসহ ৩১ জনের অব্যাহতি


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৪ আগস্ট ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম. কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে নাশকতার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আমিনুল হক তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া অন্য নেতারা হলেন - বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও ছাত্রদল নেতা মৃত নুরুজ্জামান জনিসহ আরও ২৩ জন।

উল্লেখ্য, গত ১৯ মে এম. কে আনোয়ারসহ ৩১ জনের ‍বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির প্রদানের জন্য আবেদন করেন তাদের আইনজীবীরা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।