দেড় হাজার সরকারি হজযাত্রীর ‘হজ প্রশিক্ষণ’ সম্পন্ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৭ জুন ২০১৮

রাজধানীর আশকোনা হজ অফিসে আজ দেড় হাজার সরকারি হজযাত্রীকে হজ প্রশিক্ষণ প্রদান করা হয়। হজ অফিসের ৩টি ডরমিটরিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। এ কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

তিনি এ সময় হজযাত্রীদের সুন্দরভাবে হজ পালনে বিমানে ভ্রমণ, মক্কা, মদিনা, মিনা, আরাফাহ ময়দানে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. হাফিজ উদ্দিন, যুগ্ম সচিব (হজ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মো. সাইফুল ইসলাম, পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা।

উল্লেখ্য, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ ৭ জুলাই পর্যন্ত চলবে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে প্রশিক্ষণ সম্পর্কে হজযাত্রীদের জানানো হবে।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।