সরকারের দুই মেয়াদে ১৯১ নৌদুর্ঘটনা : শাজাহান খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৭ জুন ২০১৮

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের দুই মেয়াদে (গত মেয়াদ থেকে চলতি বছরের মে পর্যন্ত) মোট ১৯১টি নৌদুর্ঘটনা ঘটেছে।

এর মধ্যে বড় আকারে ৪৮টি নৌদুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে নৌযান পরিচালনাকারীদের অদক্ষতা, বিরূপ আবহাওয়া, নৌযানের ত্রুটি ইত্যাদি চিহ্নিত হয়েছে। চিহ্নিত বিষয় সমূহের মধ্যে যেসব বিষয় দ্রুত নিষ্পত্তি যোগ্য সেগুলো নিষ্পত্তি করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিষয়সমূহ পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনা তদন্ত ও তদন্ত পরবর্তী ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা কমে গেছে। বিগত তিন বছর যাত্রীবাহী নৌযানে অবস্থান নিশ্চিত করা, নৌযানের কারিগরি মান নিশ্চিত করা হচ্ছে। দায়িত্ব বণ্টনের মাধ্যমে পরিদর্শন কার্যক্রম জোরাদার করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। নৌ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি জনবল বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।