প্রধান বিচারপতির পিতৃবিয়োগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৬ জুন ২০১৮
ছবিতে মরহুম সৈয়দ মুস্তফা আলী

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা অ্যাডভোকেট সৈয়দ মুস্তফা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, ‘তিনি গত ২২ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদরোগ, ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি), নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।’

অ্যাডভোকেট সৈয়দ মুস্তফা আলীর মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রী আজ (মঙ্গলবার) এক শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জানা গেছে, মঙ্গলবার বাদ ইশা কাকরাইলের টিপটপ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল (বুধবার) গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে তাকে দাফন করা হবে।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।