বুধবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ


প্রকাশিত: ১০:৪৭ পিএম, ০৩ আগস্ট ২০১৫

গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, বেশ কিছুদিন থেকে সারাদেশে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এসব ঘটনায় দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন। কিন্তু সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা শাস্তি পাচ্ছে না।

বিবৃতিতে গত ৩০ জুলাই উত্তরায় এক বিক্রয়কর্মীকে গণধর্ষণ, ২৪ জুলাই সিলেটের কানাইঘাটে তরুণীকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যা, ২ আগস্ট রাজধানীর মিরপুর ও হাজারীবাগে দুই শিশু ধর্ষণ এবং মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী ও তার পেটের সন্তান গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উল্লেখ করা হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।