কালকিনিতে ৮ ড্রেজার মালিককে দণ্ড


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৩ আগস্ট ২০১৫

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ৮ জন ড্রেজার মালিককে এক বছর করে দণ্ড দিয়েছেন।

সোমবার দুপুরে মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ চৌধুরী কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৮ ড্রেজার মালিককে আটক করা হয়।

আটকরা হলেন কালকিনি উপজেলার জাহিদুল (১৮), লিটন (২০), সোহেল (২৪), কালাম (২২), সুমন (২০), সোহেল বেপারী (২৮), সাহিদুল ইসলাম (২৭) ও হাফিজুল ইসলাম (২২)।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।