সবচেয়ে বড় ছাতা তৈরি করলো চীন


প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৩ আগস্ট ২০১৫

বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে চীনের একটি কোম্পানি। ২৩ মিটার ব্যাসার্ধ এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা এই ছাতাটি বানিয়ে রেকর্ড গড়েছে দেশটির জিইয়াংঝি প্রদেশের ছাতাপ্রস্তুতকারী কোম্পানি।

এর আগে ২০১০ সালে ভারত এই গিনিস রেকর্ড তৈরি করেছিল। ৫ দশমিক ৭ টন বা প্রায় ৫ হাজার ৭০০ গ্রাম ওজনের এই চীনা ছাতাটি বসছে এক প্লাজায়। ৪১৮ স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ছাতাটি রয়েছে।

২০১০ সালে ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্সের তৈরি ছাতাটি এতদিন ছিল গিনিস বুকের বিচারে বিশ্বের সবচেয়ে বড়।

ছাতাটির পরিধি ৫৬ ফুট, উচ্চতা ছিল ৩৬ ফুট (১০.৯৭ মিটার)। ছাতাটির ওজন দুই হাজার ২০০ কেজি। সেই রেকর্ডটাই ভেঙে দিলো চীনের ছাতা কোম্পানি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।