হাজারীবাগে ড্রেনে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৫ জুন ২০১৮

রাজধানীর হাজারীবাগে ড্রেনের পানিতে ডুবে তানজিল (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার দুপুর অাড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা তাকে ড্রেন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে অাসেন। বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজিল হাজারীবাগের উলাল মহল এলাকার স্থানীয় বাসিন্দা বাবুল মিয়ার দ্বিতীয় সন্তান।

বাবুল মিয়া জানান, দুপুরে বাসার সামনে অারও কয়েকজন শিশুর সঙ্গে বৃষ্টির পানিতে খেলা করছিল তানজিল। এ সময় কোনো এক ফাঁকে ড্রেনের পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর ড্রেনের পানি থেকে অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।