‘গাজীপুরে যেন খুলনার পুনরাবৃত্তি না হয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৫ জুন ২০১৮
ছবি-ফাইল

আসন্ন গাজীপুর সিটি করর্পোরেশন নির্বাচনে যেন সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনের পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘আমি সকলের কাছে আশা করবো- গাজীপুরে যেন খুলনার পুনরাবৃত্তি না হয়।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ভোরের প্রভাত দেখে সকাল বেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। এ নির্বাচনগুলো যদি সঠিক না হয়- এর থেকে আমরা একটা ইঙ্গিত পাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে।’

সুজন সম্পাদক বলেন, আলামত দেখা যায় না, সব কিছুই অদৃশ্য।

এর আগে খুলনা সিটি নির্বাচনের পর সুজান এক প্রতিক্রিয়ায় বলেছিল- খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হলো। ওই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছিল বেসরকারি এই গবেষণা সংস্থাটি।

এইউএ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।