ডিজিটাল রিসোর্সের ব্যবহারে ইউজিসি চেয়ারম্যানের গুরুত্বারোপ
ছাত্র-শিক্ষক ও গবেষকদের মাঝে ডিজিটাল রিসোর্সের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনি সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করারও আহ্বান জানান।
সোমবার নগরীর এক হোটেলে ইউজিসি আয়োজিত ‘ডিজিটাল রিসোর্স বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ ও আহ্বান জানান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কোরবান আলী ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউজিসি সচিব ড. মো. খালেদ।
ইউজিসি ডিজিটাল লাইব্রেরির (ইউডিএল) ৪১টি সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও লাইব্রেরিয়ান গণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
একে/এমআরআই