বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাবিতে স্বেচ্ছায় রক্তদান


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৩ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পরিবারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
 
সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদ চত্ত্বরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী পরিবারের সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন।

এসময় বক্তব্য রাখেন, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাহেদুর রশিদ প্রমুখ।

হাফিজুর রহমান/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।