জেদ্দা বিমানবন্দরে হজকর্মী নিয়োগ করা যাবে না!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৪ জুন ২০১৮

চলতি বছর জেদ্দা বিমানবন্দরে হজকর্মী নিয়োগ করা যাবে না। শুধুমাত্র মেডিকেল, আইটি, প্রশাসনিক ও অনুবাদক ভেতরে প্রবেশের অনুমতিপত্র পাবেন।

নিরাপত্তা ও পরিবেশগত কারণে বিমানবন্দরে হজকর্মী নিয়োগ করা যাবে না। গত ২১ জুন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক জেদ্দা বিমানবন্দরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশি হজযাত্রীদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিমানবন্দরে হজকর্মী নিয়োগ না করাসহ সুনির্দিষ্টভাবে তিন দফা নির্দেশনা দেয়া হয়।

অপর দুটি নির্দেশনা হলো- প্রত্যেক হাজির পাসপোর্টের পেছনে আবশ্যিকভাবে আবাসনের সঠিক ঠিকানাসম্বলিত স্টিকার থাকতে হবে। জেদ্দায় আসা হজ ফ্লাইটের তথ্যাদি, মোনাজ্জেমভিত্তিক হাজির সংখ্যা এবং সঙ্গীয় মোনাজ্জেমের নাম ও মোবাইল নম্বর ইত্যাদি অনলাইনে শেয়ার/সরবাহ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) রোববার) এক প্রজ্ঞাপনে সব হজ এজেন্সিকে নির্দেশনাসমূহ প্রতিপালন করে হাজি পাঠানোর নির্দেশনা দেন।

এমইউ/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।