মোহাম্মদপুরে ক্লিনিকে বিস্ফোরণ : চিকিৎসকসহ দগ্ধ ২

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৪ জুন ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরের হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল ক্লিনিকে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চিকিৎসকসহ দুইজন দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে অাহতাবস্থায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল ইসলাম (৪৫) ও সাভারের একটি কলেজের প্রভাষক মো. মাহবুবুল হক (৫০)। তারা দুজনই মোহাম্মদপুরের হাউজিং সোসাইটিতে থাকেন।

দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল নামে তার একটি ক্লিনিক আছে। সেখানে সন্ধ্যায় দাতের চিকিৎসা করাতে আসেন প্রভাষক মাহবুবুল হক। কিন্তু হঠাৎ কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তারা দুজনই চিকিৎসাধীন। ডা. নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। প্রভাষক মাহবুবুল হকের দুই হাত, মুখ ও মাথা ঝলসে গেছে।

এসএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।