গাইবান্ধার সড়ক দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৪ জুন ২০১৮

গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অতিরিক্ত সচিব (এস্টেট) শিশির কুমার রায়কে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।

কমিটিকে দুর্ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটি মর্মান্তিক ওই দুর্ঘটনার কারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ দেবে।

gaibandha-2

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ীর ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় ঢাকা-সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১৮ জন নিহত হন।

তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রংপুরের বিভাগীয় কমিশনার, রংপুর পুলিশের ডিআইজি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট), হাইওয়ে পুলিশের ডিআইজি, গাইবান্ধার জেলা প্রশাসক, গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি, গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবং বিআরটিএ’র পরিচালক।

আরএমএম/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।