অারব নেতাদের সঙ্গে আলোচনা করতে কাতারে কেরি


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৩ আগস্ট ২০১৫

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির গত মাসে করা পরমাণু চুক্তি ইস্যুতে আরব নেতাদের সঙ্গে আলোচনার জন্য কাতারে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার সকালে কাতারে দেশটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গাল্ফ কো-অপারশেন কাউন্সিলের (জিসিসি) নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেরির।

সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়াহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবেন কেরি। সম্মেলনে ইয়েমেনে চলমান যুদ্ধ ও ফিলিস্তিন সংকট নিয়ে আত্তিয়াহ কথা বলবেন বলে জানা গেছে। কেরির কাতার সফর উপলক্ষে এর আগে রোববার জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠকে বসেন।

আরব নেতারা গত মাসে ইরানের পরমাণু চুক্তিকে স্বাগত জানালেও অনেকেই এর বিরোধিতা করছে। মূলত কেরির এ সফরে ইরানের সঙ্গে বিশ্বশক্তির পরমাণু চুক্তি নিয়েই আলোচনা প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। পশ্বিমা বিশ্বের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক আরো জোরদার হবে বলে অাশা তাদের। তবে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে পারে বলে আরব নেতাদের ধারণা।

এছাড়া সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন কেরি। এ আলোচনায় অংশ নিতে রোববার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ দোহায় পৌঁছেছেন। তিনি কাতারের নেতাদের সঙ্গে আলোচনার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও জন কেরির সঙ্গে আলাদা বৈঠক করবেন।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।