বিএসএমএমইউ’র নতুন কোষাধ্যক্ষ আলী আসগর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল । সোমবার বিএসএমএমইউ’র চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৩ বছরের জন্য এ নিয়োগ দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তবে এ নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল ১৯৬১ সালের ৫ জানুয়ারি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়রের সানকির চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম হোসাইন উদ্দিন মোড়ল এবং মাতার নাম মরহুমা নূরজাহান বেগম।
অধ্যাপক মোড়ল ১৯৭৬ সালে মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৭৮ সালে সরকারি নাজিম উদ্দিন কলেজ কথে এইচ এস সি এবং ১৯৮৪ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করেন।
তিনি ১৯৮৮ সালে আইপিজিএমএন্ডআর থেকে ডিডিএস এবং ১৯৯৮ সালে জাপানের নিগাতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার শতাধিক দন্ত চিকিৎসাবিষয়ক প্রকশনা রয়েছে।
তিনি ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা মেডিক্যাল অফিসার এবং ঢাকা ডেন্টাল কলেজ-এর লেকচারার পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে জাপান থেকে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকালীন সময় ডেন্টাল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
তিনি ২০০৯ সালে কনজারভেটিভ অ্যান্ড এন্ডডনটিকস বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি কোর্সের কোর্স ডাইরেক্টর নিযুক্ত হন। বর্তমানে তিনি ডেন্টাল ফ্যাকাল্টির ডিন, ডক্টরস হলের হল প্রভোস্ট, কনজারভেটিভ অ্যান্ড এন্ডডনটিকস বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল সন্ধানীর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ঢাকা ডেন্টাল কলেজ সন্ধানীর প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি এবং ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ইন্টান্যাশনাল এ্যাসোসিয়েশন অব ডেন্টাল রিসার্স (ওঅউজ)-এর একজন সক্রিয় সদস্য এবং জাপান-বাংলাদেশ যৌথ রিসার্স প্রকল্পের কান্ট্রি-কোর্ডিনেটর।
এমইউ/এসএইচএস/এমআরআই