ব্র্যাক ব্যাংক প্লেয়ার অব দ্যা সিরিজ ডেল স্টেইন


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৩ আগস্ট ২০১৫

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার ক্রিকেট সিরিজ-২০১৫ এর “ব্র্যাক ব্যাংক প্লেয়ার অব দ্যা সিরিজ” নির্বাচিত হয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডেল স্টেইনকে পুরস্কার হিসেবে আড়াই হাজার ডলারের অর্থ প্রদান করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৫ম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে চট্টগ্রামের মতো ঢাকা টেস্টও নিষ্প্রাণ ড্র হয়েছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এসোসিয়েট স্পন্সর ছিল ব্র্যাক ব্যাংক।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৬৬টি শাখা, ৩৫০ টির বেশী এ.টি.এম. বুথ, ৪৫৮টি এস.এম.ই. ইউনিট অফিস এবং ৬ হাজার ৭শ জনেরও বেশি জনবল নিয়ে এই ব্যাংকের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে। বর্তমানে এ ব্যাংকের ১ দশমিক ৭ মিলিয়ন বা ১৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।

এসআই/এমআর
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।