শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন খাদ্য বিভাগের তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৩ জুন ২০১৮

ভালো কাজের স্বীকৃতি হিসেবে খাদ্য অধিদফতরের দুই ক্যাটাগরিতে তিন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা- ২০১৭’ অনুযায়ী তারা এ পুরস্কার পাচ্ছেন বলে খাদ্য অধিদফতর থেকে জারি করা এক আদেশ থেকে জানা গেছে।

বেতনের এক থেকে ১০ গ্রেড ক্যাটাগরিতে খুলনার স্টিল সাইলোর সাইলো অধীক্ষক এফ এম মিজানুর রহমান, খাদ্য অধিদফতরের সহকারী উপ-পরিচালক (সংস্থাপন) মো. আবদুর রহমান এবং ১১ থেকে ২০ গ্রেডে খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগের সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম এ পুরস্কার পাচ্ছেন।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেকে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এক্ষেত্রে মূল বেতন মিজানুর রহমানের ৬৩ হাজার ২৮০, আবদুর রহমানের ৩৫ হাজার ২৬০ এবং রফিকুল ইসলামের ২১ হাজার ৩৮০ টাকা।

মনোনীতরা খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।

আরএমএম/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।