ছাত্রলীগ কর্মীকে ভালো ছাত্র হতে হবে


প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ আগস্ট ২০১৫

গাইবান্ধা জেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার শুরুতেই জাতীয় শোকের মাস স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক রাহাত মাহামুদ রনি ও শাহরিয়ার আহমেদ শাকিল বক্তব্য রাখেন। এসময় ছাত্রলীগের বিপুল সংখ্যক কর্মী তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতারা বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের ভালো কর্মী হলেই চলবে না ভালো ছাত্রও হতে হবে- এই আদর্শকে সামনে রেখে গাইবান্ধা জেলা ছাত্রলীগ অবহেলিত এ জেলার সর্বস্তরের ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে যাবে। এছাড়া তাদের প্রথম লক্ষ্যই হবে গোটা গাইবান্ধা জেলায় ছাত্রলীগকে সুসংগঠিত করে কর্মতৎপরতা বৃদ্ধি করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শ ভিত্তিক রাজনীতি সুপ্রতিষ্ঠিত করা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নবনিযুক্ত ৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গত ২২ জুলাই তাদের দায়িত্ব গ্রহণ করে। এ কমিটি তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে এ জেলায় ছাত্রলীগের কর্মকাণ্ডকে গতিশীল করে তাদের কর্মতৎপরতা অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ জানান।  

অমিত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।