কন্ট্রোল রিস্কের প্রতিবেদনও প্রশ্নবিদ্ধ : পুলিশ


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৩ আগস্ট ২০১৫

পুলিশের ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ নিয়ে সম্প্রতি ‘অধিকার’ এবং ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’-এর প্রতিবেদনকে ‘নাশকতামূলক প্রচারণা’ উল্লেখ করে রোববার প্রতিবাদ পাঠিয়েছে পুলিশ। এর একদিন পর সোমবার কন্ট্রোল রিস্কের একটি প্রতিবেদনকেও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে পুলিশ হেডকোয়ার্টার।

সম্প্রতি ‘অপহরণের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রস্তুত করে কন্ট্রোল রিস্ক। দেশের দৈনিক পত্রিকাগুলো এই প্রতিবেদন ভিত্তি করে বেশ কয়েকটি খবর প্রকাশ করে। তবে পুলিশের পর্যালোচনা অনুযায়ী, ‘কন্ট্রোল রিস্কের রিপোর্টটি অন্যান্য সংস্থার রিপোর্টের সাথে সাংঘর্ষিক। তাই রিপোর্টটির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ।’

সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডন ভিত্তিক সংস্থা ‘হেল্প বিল্ড পিস’, ‘রেড ২৪’, অষ্ট্রেলীয় সংস্থা ‘কিডন্যাপিং থ্রেট ওয়ার্ল্ডওয়াইড’ এর প্রতিবেদনে সেরা দশের তালিকায় বাংলাদেশের নাম নেই। ‘নেশন মাস্টার’ এর রিপোর্টও বাংলাদেশের অবস্থান ৩৩।

পুলিশে দাবি, কন্ট্রোল রিস্কের রিপোর্টে অপহরণের সংজ্ঞা অস্পষ্ট। বাংলাদেশে প্রেমিক কর্তৃক প্রেমিকাকে অপহরণের মামলা মোট অপহরণ মামলার ৮৪ শতাংশ। সেটাও ‘কন্ট্রোল রিস্ক’ এর পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তারা বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগও করেনি। তাই অস্পষ্ট এই প্রতিবেদন গ্রহণযোগ্য নয়।

ফলে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

এআর/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।