ভারতে লোকসভার ২৫ সদস্য বহিষ্কার


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৩ আগস্ট ২০১৫

ভারতের লোকসভায় বিক্ষোভ করায় কংগ্রেসের ২৫ সংসদ সদস্যকে পাঁচদিনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার অধিবেশন চলাকালীন বিরোধীদলের সাংসদরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হট্টগোল করায় তাদের বহিষ্কার করেন লোকসভার স্পিকার সুমিত্র মহাজন। খবর এনডিটিভির।

বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধীদল কংগ্রেসের সংসদ সদস্যরা লোকসভায় ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা করে আসছিলেন। কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধি তার দলের সাংসদদেরকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত তিন সাংসদের পদত্যাগের দাবিতে লোকসভায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশ দেন।

এরপর আজ (সোমবার) লোকসভার স্পিকার সুমিত্র মহাজন কংগ্রেসের তিন সংসদ সদস্যকে বহিষ্কার করেন। এছাড়া লোকসভার অধিবেশন মঙ্গলবার পর্যন্ত মূলতবি করেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।