পাঁচ জেলায় নতুন এডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৯ জুন ২০১৮

পাঁচ জেলায় নতুন পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

বাগেরহাটের এডিসি মোহাম্মদ মামুন-উল-হাসানকে শরীয়তপুর ও মাগুরার এডিসি রোকসানা রহমানকে ফরিদপুরে বদলি করা হয়েছে।

এছাড়া ঝিনাইদহের মহেষপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলামকে বাগেরহাট, সুনামগঞ্জের জগন্নাথপুরের ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহকে নারায়ণগঞ্জ এবং দক্ষিণ সুনামগঞ্জের ইউএনও মো. হারুন-অর-রশিদকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, এই কর্মকর্তারা আগামী ৩০ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ওইদিন বিকেলে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসকদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেয়া হয়েছে।

আরএমএম/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।