চুয়াডাঙ্গায় চলছে হিটওয়েভ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৮ জুন ২০১৮

চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ। ফলে গরমে হাসফাঁস করছে এ অঞ্চলের হাজারও মানুষ। সোমবার (১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুসারে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শুধু আজই নয়, গত ১৫ জুন থেকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯, ৩৮ দশমিক ৭, ৩৮ দশমিক ৬ ও ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার মতো যশোর জেলাতেও তাপমাত্রা বেশি।

রোববার (১৭ জুন) যশোরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সে তুলনায় রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা কম। আজ (১৮ জুন) বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মাহবুব হোসেন বিকেল ৫টায় জানান, চলতি মাসের মধ্যে সম্ভবত আজকেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, কোনো অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেই হিটওয়েভ বইছে বলে ধরে নেয়া হয়। সে হিসেবে চুয়াডাঙ্গায় হিটওয়েভ বইছে বলা যেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।