কঠিন চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার সামনেও


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৩ আগস্ট ২০১৫
ফাইল ছবি

মিরপুর টেস্টে বাংলাদেশ দল প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে করেছিল ২৪৬ রান। টেস্ট ক্রিকেটে এই রান তেমন বড় কোন স্কোর না। তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ভিন্ন মত। তার মতে এই উইকেটে রান করা অনেক কঠিন ছিল। তাই দক্ষিণ আফ্রিকাকেও পড়তে হত বড় চ্যালেঞ্জে।

কঠিন উইকেটে তাই নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। বলেন, ‘উইকেটটি কঠিন ছিলো। এখানে অনেক্ষণ টিকে থেকে রান করতে হত। আমার মনে হয়ে ২৪৬ রান  এ উইকেটে অন্য উইকেটের ৩৫০ রানের সমান। সুতরাং আমরা ম্যাচে ভালোভাবেই টিকে ছিলাম।’ তবে বৃষ্টির জন্য টেস্ট ড্র মানতে রাজি নন স্বাগতিক অধিনায়ক। যোগ করে বলেন, ‘অনেকে আমাকে বলেছে বৃষ্টির কারণে ভালো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। বিষয়টা এ রকম নয় যে, বৃষ্টিতে ড্র হয়েছে, আমরা বেঁচে গেলাম। এর আগের টেস্টেও আমরা ভালো খেলেছিলাম।’

সকালে আকস্মিকভাবে ঘোষণা করা ড্র টেস্টে খেলা হলে ফলাফল না হলেও তা থেকে অনেক কিছু শিখতে পারতেন বলে মনে করেন মুশফিক। বলেন, ‘খেললে আমরা অনেক কিছু শিখতে পারতাম। বিশ্বের সেরা দলের ফিল্ডিং সেটআপ ও তাদের বোলিং আক্রমন- এমন অনেক কিছু ছিলো। যা আমরা মিস করলাম।’

তবে টেস্ট ম্যাচগুলোতে সবকটি দিন খেলতে না পারলেও যতটুকু খেলেছেন তা থেকেও অর্জন অনেক বলে জানালেন মুশফিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দল হিসেবে আমি বলবো এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। তবে এখনো আরো উন্নতি করতে হবে। অনেক সুযোগ আছে। উন্নতির শেষ নাই। আশা করবো অস্ট্রেলিয়ার সাথে যাতে তা অর্জন করতে পারি।’

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।