বালু নদীতে ঈদ আনন্দে আত্মহারা তরুণ-তরুণীরা

রফিক মজুমদার
রফিক মজুমদার রফিক মজুমদার , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ জুন ২০১৮

তরুণ-তরুণীদের নাচের ঝংকারে উত্তাল পূর্বাচলের বালু নদীর পানি। ঈদের পরদিনের এমন উত্তাল নাচ উপভোগ করছিলেন নদীর পাড়ে বসে থাকা হাজারো উৎসুক জনতা। রঙ্গিন কাগজে সাজানো ইঞ্জিনচালিত ছোট-বড় নৌযান সুরের তালে দোলছে আর উচ্চ শব্দে চলছে দেশি-বিদেশি গান। গানের তালে তালে নেচে গেয়ে উল্লাস করেন তরুণ-তরুণীরা।

Balu-River

রাজধানীর কূলে পূর্বাচলের বালু নদীতে ঈদের দিন থেকে চলছে এমন ঈদ আনন্দ।

বালু নদীতে পরিবার-পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমণে বের হন। সবার মধ্যেই ছিল ঈদের অনাবিল আনন্দধারা। কেউ কেউ নদীর তীরে বসে বন্ধু-বান্ধব নিয়ে চুটিয়ে আড্ডা দেন। বিকেলের পর থেকে মানুষের ঢল আরও বাড়তে থাকে।

Balu-River

মানুষের ভিড়ে নদীর পাড়ে অনেকে বসার জায়গা পাননি। বনানীর বাসিন্দা গোলাম মোস্তফা। পেশায় ব্যবসায়ী। ঈদের অবসরে এসেছেন ঢাকার অদূরে পূর্বাচলের বালু নদীর পাড়ে। স্ত্রী-সন্তান নিয়ে ঈদ আনন্দ দেখতে বসে আছেন নদীর পাড়ে।

Balu-River

তিনি জাগো নিউজকে জানান, বয়ে যাওয়া নদীর দিকে তাকিয়ে ফিরে যান বছর দশেক আগে। সব কিছু ভুলে গল্পে মজে যান। ঢাকার কূলে এমন সুন্দর জায়গা দেখে মনটাকে জুড়াচ্ছি। এখানে এসে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত অবসরে বেড়াতে আসবো।

আয়েশা নামে আরেকজন বলেন, ঈদের সত্যিকার আনন্দ এখানে এসে পেলাম।

আরএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।