ঈদ মোবারক, ঈদ মোবারক...
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ধ্বনি ভেসে আসছে ঢাকার প্রতিটি মসজিদ থেকে। কোনো মসজিদের মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিচ্ছেন, সম্মানিত এলাকাবাসী পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় হবে। আবার কোনো মসজিদে জামাতের সময় সকাল ৯টায় বা ১০টায় বলে ঘোষণা দেয়া হচ্ছে। ঢাকার বাড্ডার বেশ কয়েকটি মসজিদ থেকে সকাল ৫টা থেকেই এই ধ্বনি ভেসে আসে। সেইসঙ্গে কোরআন তেলাওয়াত, হামদ-নাত-গজলের সুর।
আজ পবিত্র ঈদুল ফিতর। আজ জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার মোট ৪০৯টি স্থানে জামাতের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ ঈদুল ফিতরের ২২৯টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১৮০টি জামাত হবে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে মাঠে জামাত আদায়ে ও ঈদ আনন্দে বাগড়া হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার) বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বিজলী চমকানোসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ঢাকায় কোথায় কখন জামাত
জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।
লাখো মুসল্লীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত হবে।
বায়তুল মোকাররমে পাঁচটি জামাত
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে হবে।
ইমামতি করবেন যথাক্রমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমাদ।
সংসদ ভবনের জামাত সকাল ৮টায়
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত হবে সকাল ৮টায়। মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন। সবার জন্য উন্মুক্ত এ জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেটসংলগ্ন মাঠে সকাল ৮টায়, শহীদুল্লাহ হল মেইন গেটসংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং বাংলাদেশ জমীয়তে আহলে হাদীসের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ হবে।
বুয়েট খেলার মাঠে ঈদের জামাত পৌনে ৮টায়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের জামাত সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ওই জামাত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি পৌনে ৮টায় এবং তৃতীয়টি হবে সকাল সাড়ে ৮টায়।
অন্যান্য ঈদ জামাত
সিদ্ধেশ্বরী হাই স্কুল জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় হবে। মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত হবে ৭টায়, দ্বিতীয় ৮টা ৪৫ মিনিটে, তৃতীয়টি ৮টা ১৫ মিনিটে। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুইটি জামাত হবে।
ধানমন্ডি ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত হবে। ধানমন্ডি কলাবাগান বশিরউদ্দিন সড়ক জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়। মিরপুর ফুরফুরা দরবারের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্সে জামাত ৮টা ৩০ মিনিটে। সায়দাবাদের চিশতীয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদে জামাত সকাল ৮টায়। পুরান ঢাকার লক্ষ্মীবাজার ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে ৭টা ১৫ মিনিটে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত হবে।
কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী মসজিদে ২টি জামাত অনুষ্ঠিত হবে- প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়। মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মসজিদ এ তৈয়্যেবিয়ায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে- প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়। পল্লীমা সংসদ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। পশ্চিম আগারগাঁও দরুল ঈমান জামে মসজিদে জামাত সকাল ৮টায়। এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদে জামাত সকাল ৮টায়। মালিবাগ আবুজর গিফারী কলেজ মাঠে জামাত সকাল ৮টায়। যাত্রাবাড়ীর ধলপুর নারিকেল বাগান বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়। মিরপুর ১২ নম্বরে হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠে জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে।
কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে জামাত ৮টায়। মিরপুরের মীরবাড়ি (মাদবর বাড়ী) আদি জামে মসজিদে জামাত ৭টা ৩০ মিনিটে। সোবহানবাগ জামে মসজিদে জামাত ৮টা ৩০ মিনিটে। মগবাজার বিটিসিএল (টিএনটি) জামে মসজিদে জামাত ৮টায়। ডেমরার উত্তর কুতুবখালী জামে মসজিদে প্রথম জামাত ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে। লালবাগ আমলিগোলা শাহী মসজিদে প্রধান জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, কলাবাগান বসির উদ্দিন রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল পৌনে ৮টায় ও পৌনে ৯টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ইসলামবাগ ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, সকাল ৮টা, ৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মশুরিখোলা শাহ সাহেববাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, শরীয়তপুর রশীদ বেপারী বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত হবে।
জেডএ