অবৈধভাবে ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিরা অবসর ভাতা পাবেন না


প্রকাশিত: ০৭:১৪ এএম, ০৩ আগস্ট ২০১৫

অবৈধভাবে ক্ষমতা দলখকারী রাষ্ট্রপতিরা অবসর ভাতা পাবেন না এমন বিধান রেখে রাষ্ট্রপতি অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫ চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের একথা জানান। এর আগে সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়।

তবে আদালত কর্তৃক অবৈধ ঘোষিত কোন রাষ্ট্রপতি অবসর ভাতা পাবেন না এমন বিধান রাখা হয়েছে। একইসঙ্গে অবসরের পর রাষ্ট্রপতি যদি সরকারি কোন প্রতিষ্ঠানে নিয়োগ পান তবে তিনি অবসর ভাতা পাবেন না।

এদিকে, মন্ত্রিসভায় বাংলাদেশ কয়েন`স সংশোধন আইন অনুমোদন করা হয়েছে।

এসএ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।