ভিডিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৫ জুন ২০১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাওয়ার পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন।

এক মিনিট ৫ সেকেন্ডের ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।

আমি জানি সবাই আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছান ও আবার আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন সেটাই কামনা করি।

পবিত্র ঈদে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেই কামনা করি, সবাইকে আবারও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।