কুমিল্লায় চালক-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা


প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৩ আগস্ট ২০১৫
ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা চালক ও মালিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭শ’ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে রোববার রাতে মামলাটি দায়ের করেন।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার চালক-মালিকদের অংশগ্রহণে মহাসড়ক অবরোধের সময় পুলিশ এতে বাধা দেয়। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।

দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।