বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৩ আগস্ট ২০১৫

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলে মো. আ. হেকিমের (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের বুধু মিয়ার সকল সম্পত্তি নিজের নামে লিখে দেবার জন্য তার ছেলে মো. হেকিম চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু বৃদ্ধ পিতা এতে রাজি না হওয়ায় ২০০৬ সনের ১০ অক্টোবর দুপুরে হাতের কাছে থাকা কুড়াল দিয়ে পিতার মাথায় হেকিম কোপ দিলে বুধু মিয়া মারাত্মক আহত হন।

এ সময় বুধু মিয়ার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হেকিম তাদেরও হত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বুধু মিয়া মরা যায়। পরে স্থানীয়রা তাকে কৌশলে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে হেকিমকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে বুধু মিয়ার ভাতিজা মো. রিটন মিয়া ঐদিন রাতেই কেন্দুয়া থানায় হত্যা ম্মালা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ঐ বছরের ৩০ নভেম্বর কোর্টে অভিযোগ পত্র দাখিল করে। আদালত উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই দেয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ।

কামাল হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।