পলিটেকনিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : গ্রেফতার ৬


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৩ আগস্ট ২০১৫

আগামী ১২ আগস্টে অনুষ্ঠিতব্য পলিটেকনিক্যাল পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় চক্রে ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাজধানীর   যশোর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সুমন আহম্মেদ, আব্দুর রহমান, আব্দুর রহমান (লিটন), এসএম তানভীর আলম (রিজভী), জনি রহমান ও আরাফাত হোসেন।
 
তারা যশোর পলিটেকনিক ইন্সটিটিউট ও যশোরে অবস্থিত একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।
 
সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আসামিরা ফেসবুক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও বিতরণ করে থাকে। গ্রেফতারের সময় তাদের কাছে থাকা একটি সিম্ফনি ট্যাব ও  ৬ টি মোবাইল সেটের মেমোরি কার্ড থেকে তাদের প্রশ্নপত্রগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত প্রশ্নপত্রগুলো হচ্ছে পলিটেকনিকের ৫ম ও ৭ম পর্ব সমাপনী পরীক্ষা এবং ৬ষ্ঠ পর্ব পরিপূরকের প্রোগ্রামিং ইন সি পরীক্ষা, এন্টারপ্রিনিউরশিপ পরীক্ষার প্রশ্নপত্র।
 
আসামিদের বরাত দিয়ে মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রত্যেক পরীক্ষার আগেই ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে ও ফেসবুক-ইনবক্স ও ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র বন্ধুদের মধ্যে বিতরণ কথা স্বীকার করেছে।
 
প্রশ্নপত্র ফাঁসের পেছনে আর কারা কারা জড়িত রয়ছে এ বিষয়ে জানতে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশের এই মুখপাত্র।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।