পারফরম্যান্সের জন্য নেতৃত্বকে দায়ী করলেন ক্লার্ক


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৩ আগস্ট ২০১৫

চলতি অ্যাশেজের তিন টেস্টের ছয় ইনিংস মিলিয়ে অসি অধিনায়ক ক্লার্কের সংগ্রহ ৯৪ রান। এরই মধ্যে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে যাওয়ার ব্যাখ্যায় ক্লার্ক নিজের উপর দায় এনে বলেছেন,  `প্রতিপক্ষকে হারানো কঠিন কাজ, তাছাড়া নেতৃত্ব দিয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারছি না আমি।

এদিকে, এজবাস্টনে জেতা ইংল্যান্ডের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন জিমি অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার আগে ১ উইকেট; স্টিভেন ফিন ম্যান অব দ্য ম্যাচ হলেও বড় নায়ক অ্যান্ডারসনই। আর টেস্ট মানেই ইংলিশ বোলিংয়ের আসল স্তম্বও টেস্টে চারশোর্ধ্ব উইকেট নেওয়া ৩৩ বছর বয়সী এ পেসারই। বোলিংয়ের এমন অস্ত্রটিকেই চতুর্থ টেস্টে পাচ্ছে না ইংলিশরা।
 
বৃহস্পতিবার নটিংহ্যামে শুরু হতে যাওয়া চতুর্থ ম্যাচের দল থেকে এরই মধ্যে তাকে প্রত্যাহার করা হয়েছে, যার অর্থ দাঁড়াচ্ছে, তুলনামূলক কম শক্তি নিয়েই অসিদের মুখোমুখি হবে অ্যালিস্টার কুকের দল।
 
অ্যান্ডারসনবিহীন এ পরীক্ষা উতরাতে ইংল্যান্ডের হাতে নেই মোক্ষম কোনো বিকল্প। তবে অ্যান্ডারসনের অভাব পুষিয়ে দিতে চ্যালেঞ্জ নিচ্ছেন স্টুয়ার্ট ব্রড, `দায়িত্বটা এখন সব বোলারের ওপর। তবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে জিমির অভাব মেটানোর ব্যাপারে আমি আশাবাদী।`

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।