সীমান্তে নিরাপত্তা জোরদারে সার্ভেল্যান্স সিস্টেম স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১২ জুন ২০১৮

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদারে সার্ভেল্যান্স (নজরদারি) সিস্টেম স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে যন্ত্রপাতি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের এ ক্রয় প্রস্তাবে ব্যয় হবে ৭৬ কোটি ৯৩ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি অন্য কাজে ব্যস্ত থাকায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সার্ভেল্যান্স সিস্টেম স্থাপনের লক্ষ্যে যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের এ ক্রয় প্রস্তাবে ব্যয় হবে ৭৬ কোটি ৯৩ লাখ টাকা। মোস্তাফিজুর রহমান বলেন, ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর জন্য ‘পার্ট প্রকিউরমেন্ট অব ইন্টিগ্রেটেড ফুল ইন্টারসেপশন (এলআই) সিস্টেম সোসিয়াল মিডিয়াম মনিটরিং সিস্টেম অ্যান্ড রিলেটেড সার্ভিসেস’ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ প্রকল্পে ব্যয় হবে ২৩৬ কোটি ১৭ লাখ টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আবাসন পল্লী এলাকায় ২০ তলা ভিত্তির প্রতি তলায় ৪ ইউনিট বিশিষ্ট ১৫০০ বর্গফুট আয়তনের ১৬ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এ প্রকল্পে ব্যয় হবে ২০০ কোটি ৫১ লাখ টাকা।

এমইউএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।