কাফরুলে বন্দুকযুদ্ধে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০২ আগস্ট ২০১৫

রাজধানীর কাফরুলে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের কাছে আলী হোসেন রোডের বাইশদাগি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালাম খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগের ৩০টি মামলার আসামি বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাফরুল জোন) জাকির হোসেন জানিয়েছেন। তিনি বলেন, বাইশদাগি এলাকায় সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে সালামের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও কিছু গুলিও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। সালাম রাজধানীর ভাষানটেকের বাসিন্দা। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে জানান সহকারী কমিশনার জাকির।

পুলিশের কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জাগো নিউজকে জানান, ওয়াকিটকিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য শুনেছি। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
 
সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।