রাতেই মাগুরা পাঠানো হবে আসামি সুমনকে


প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০২ আগস্ট ২০১৫

মাগুরায় যুবলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধের সময় গর্ভবতী মা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার প্রধান আসামি সুমন সেনকে (৩০) রাতেই মাগুরায় পাঠানো হচ্ছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সুমনকে রাতেই মাগুরা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী কার্যক্রম পুলিশই করবে। রোববার বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে সুমনকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

এর আগে গত ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড় এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম (৩০)।

নাজমা ও তার শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

## মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : প্রধান আসামি গ্রেফতার

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।