দেশে ফিরেছে নারী ক্রিকেট দল, ইউএস-বাংলার অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৫ পিএম, ১১ জুন ২০১৮

প্রথবারের মতো এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটাররা মালয়েশিয়া থেকে আজ (সোমবার) দেশে পৌঁছেছেন। তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩১৬ ফ্লাইট বিকেল ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বলেন, দেশের ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ায় নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাকে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

একই সঙ্গে নারী ক্রিকেট দলকে বহনকারী হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পছন্দের শীর্ষে রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার প্রতি ইউএস-বাংলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভাল মাঠে গতকাল (রোববার) টুর্নামেন্টের আগের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেতে ১১২ রান তুলেছিল টপ ফেবারিট ভারত। ইনিংসের শেষ বলে জয় ছিনিয়ে আনেন বাংলাদেশের মেয়েরা।

আরএম/জেডএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।