চারুলতা রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১১ জুন ২০১৮

রাজধানীর কারওয়ানবাজারের আম্বর শাহ মসজিদ মার্কেটের চারুলতা রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে থানা ও ডিবি পুলিশের একটি দল এই ভেজালবিরোধী অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। তিনি জানান, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদ মার্কেটের চারুলতা রেস্তোরাঁকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

jagonews24

রমজান মাসজুড়েই ডিএমপি’র ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেইউ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।